সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | আরও একটি মাইলস্টোন, বিরাট-শ্রেয়সের এলিট ক্লাবে যোগ দিলেন গিল

Sampurna Chakraborty | ০৭ মে ২০২৫ ১৭ : ৩২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেললেন শুভমন গিল। প্রবেশ করলেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের এলিট ক্লাবে। আইপিএলের তৃতীয় অধিনায়ক হিসেবে ২৬ বছরে পা রাখার আগে এক মরশুমে ৫০০ রান ছাপিয়ে গেলেন। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই নজির গড়েন গিল। ৪৬ বলে ৪৩ রান করেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৫৬ রান তাড়া করতে নেমে একটি ছয় এবং তিনটে চার মারেন গুজরাটের অধিনায়ক। চলতি আইপিএলে ইতিমধ্যেই ১১ ম্যাচে ৫০৮ রান করে ফেলেছেন গিল। গড় ৫০.৮০। স্ট্রাইক রেট ১৫২। তারমধ্যে রয়েছে পাঁচটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ৯০। বর্তমানে শুভমনের বয়স ২৫ বছর ২৪১ দিন। চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।

২০১৩ আইপিএলে এই নজির গড়েন বিরাট কোহলি। তখন তাঁর বয়স ২৪। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে হাতেখড়ির বছরই এই রেকর্ড করেন তারকা ক্রিকেটার। ১৬ ম্যাচে ৬৩৪ রান করে মরশুমের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। গড় ৪৫.২৮। স্ট্রাইক রেট ১৩৮.৭৩। তাতে ছিল ছ'টি অর্ধশতরান। সর্বোচ্চ ৯৯। ২০২০ আইপিএলে ২৫ বছর বয়সে এই ক্লাবে প্রবেশ করেন শ্রেয়স আইয়ার। তখন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। ১৭ ম্যাচে ৫১৯ রান করেন। গড় ৩৪.৬০। স্ট্রাইক রেট ১২৩। তাতে ছিল তিনটে অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ৮৮। সর্বোচ্চ রানের তালিকায় চার নম্বরে শেষ করেন। দিল্লির ফাইনালে ওঠার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এবার সেই তালিকায় যোগ দিলেন গিল। 


Shubman GillGujarat TitansIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া